হান্নান মাসউদের দুই ঘণ্টার আ’লটিমেটাম

সমর্থকদের ওপর হামলার অভিযোগ করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এবং এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী দুই ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় তিনি নির্বাচনের মাঠ ছেড়ে দেবেন।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর একটি কনভেনশন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

হান্নান মাসউদ অভিযোগ করেন, দুপুরে হাতিয়ার নলচিরা ঘাটে ফেরি উদ্বোধন অনুষ্ঠান চলাকালে তার ৮-১০ জন সমর্থককে পিটিয়ে আহত করে নদীতে ফেলে দেয় একদল অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি বলেন, ‘চিহ্নিত এই সন্ত্রাসীদের ২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

তিনি আরো বলেন, ‘হাতিয়ায় সরকারি তালিকাভুক্ত অস্ত্রধারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তা না-হলে আমরা নির্বাচনে থাকব কি-না, তা পুনরায় ভেবে দেখতে হবে।

আমরা প্রশাসনকে বারবার বিষয়টি জানালেও কোনো কার্যকর প্রতিকার পাচ্ছি না।’

এর আগে দুপুরে হাতিয়ায় ফেরিঘাট উদ্বোধন অনুষ্ঠানে হান্নান মাসউদের সমর্থকদের সঙ্গে একদল যুবকের ধাওয়া-পাল্টাধাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় তার বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন হান্নান মাসউদ।

হাতিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) প্রতীক পাল জানান, দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘আমি বর্তমানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের একটি অনুষ্ঠানে আছি। বিষয়টি নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *